চরিত্র মানব জীবনের মুকুট
অথবা , চরিত্রহীন ব্যক্তি পশুর সমান।
মূলভাব :
চরিত্র মানব জীবনের মুকুটস্বরূপ। তাই এর পরিচর্যা , এবং লালন করা উচিত। একজন চরিত্রবান ব্যক্তি সবার প্রিয়। তিনি তার নিজের গুণে এই সংঘাতময় পৃথিবীতে শান্তির নীড় রচনা করেন।
সম্প্রসারিত ভাব :
চরিত্র মানুষের শ্রেষ্ঠ সম্পদ। মানুষের সামগ্রিক আচার - আচরণের সমষ্টিই তার চরিত্র। সততা , সংযম , বিনয় , নিষ্ঠা , নীতিজ্ঞান , ন্যায়পরায়ণতা , ব্যক্তিত্ব ইত্যাদি গুণের সমন্বয়ে মানুষের চরিত্র বিকশিত হয়। চরিত্র বিদ্যার চেয়েও মূল্যবান। অর্থ - সম্পদের মাপকাঠিতে অনেক কিছুই বিচার - বিশ্লেষণ করা যায় ; কিন্তু চরিত্র সম্পদের মূল্যায়ন করা যায় না। চরিত্রহীন মানুষ দুষ্ট ক্ষতস্বরূপ।
তার আচরণে ব্যক্তি কলুষিত হয় , সমাজ নষ্ট হয় , পরিবেশ বিপন্ন হয়ে পড়ে। চরিত্রহীন মানুষকে সবাই ধিক্কার জানায় এবং মনেপ্রাণে তাকে ঘৃণা করে। অনেক ত্যাগ ও সাধনার দ্বারা মানুষ তার চারিত্রিক সদগুণগুলাে অর্জন করে। যার চরিত্র যত সুন্দর সে তত সৌভাগ্যবান। চরিত্র মানুষকে উদার , মহান ও ন্যায়বান করে তােলে। চরিত্রবান লােকের দ্বারা দেশ ও জাতির উন্নতি অবধারিত। কালের অমােঘ নিয়মে প্রতিটি মানুষের একদিন মৃত্যু হবেও চরিত্রের কোনাে মৃত্যু নেই। চরিত্রবান ব্যক্তি উজ্জ্বল আলােকবর্তিকাসম আগামী প্রজন্মের মানুষের পথ নির্দেশক হয়ে থাকে। কারণ একজন চরিত্রবান ব্যক্তি তার মহিমায় উজ্জ্বল। সেজন্য শিশুকাল থেকে সবারই চরিত্র গঠনের দিকে নজর দেওয়া উচিত।
মন্তব্য :
চরিত্র অমূল্য রত্ন। সবার মধ্যেই যাতে সৎ চরিত্রের গুণাবলি বিকশিত হয় তার প্রচেষ্টা থাকা উচিত। পক্ষান্তরে চরিত্রহীন ব্যক্তি অধম। সুন্দর চরিত্রের একজন মানুষ সবার কাছেই শ্রদ্ধার পাত্র।