পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি
মূলভাব :
কোনাে কিছু অর্জন করতে হলে নিরলস পরিশ্রম ও একনিষ্ঠ সাধনার কোনাে বিকল্প নেই। সুখ - শান্তি , আশা - ভরসার চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া ভাগ্যের পরিবর্তন ঘটে না।
সম্প্রসারিত ভাব :
জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করতে হলে প্রয়ােজন প্রতিনিয়ত পরিশ্রম। বেঁচে থাকার জন্য মানুষকে জীবনযুদ্ধে অবতীর্ণ হতে হয়। আর এই যুদ্ধে জয়লাভ করার প্রধান হাতিয়ার হলাে পরিশ্রম। এ কারণেই জীবনের প্রতি পদে পরিশ্রম করতে হয়। অলসভাবে কিংবা ভােগ বিলাসে জীবনযাপন করার জন্যেই মানুষের জন্ম হয়নি বরং মানুষের প্রতিটি অঙ্গ - প্রত্যঙ্গ ব্যবহার করে অর্থাৎ পরিশ্রমের মাধ্যমে জীবনকে সুন্দর করার জন্য মানুষের জন্ম হয়েছে। অপার আনন্দ , অসীম উৎসাহ ও উদ্দীপনা পরিশ্রম করে অর্জন করা যায়। অনেক সময় পরিশ্রমের পর ক্ষণিকের জন্য হয়ত ব্যর্থতা আসতে পারে।
তবে তাকে জয় করার জন্য প্রয়ােজন আরও অধিক পরিশ্রম। আর সেই সাথে প্রয়ােজন আন্তরিক প্রচেষ্টা। পৃথিবীতে যে সকল জাতি উন্নতির চরম শিখরে পৌঁছেছে তাদের মূলে রয়েছে কঠোর পরিশ্রম। যে সকল মনীষী পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে আছেন , তাদের। জীবনী পর্যালােচনা করলে দেখা যায় , তাদের এসবের মূলে ছিল দিনের পর দিন কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সাধনা।
মন্তব্য :
জীবনে সফলতা অর্জনের জন্য পরিশ্রম অপরিহার্য। শ্রমবিমুখ লােকের মনে কখনাে সুচিন্তা , সুকাজ , সততার উদয় হয় না। বস্তুত মানবজীবনের স্থিতি ও পরিপূর্ণতার মূলে রয়েছে শ্রমশক্তি। মূলত এই পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।