ইচ্ছা থাকিলে উপায় হয়
ভাবসম্প্রসারণ :
ইচ্ছা মানুষকে তার অভীষ্ট লক্ষ্যে পৌছতে সাহায্য করে। ইচ্ছাশক্তি প্রবল হলে যেকোনাে কাজে সফলতা লাভ করা সম্ভব। ইচ্ছা থাকলে এর দ্বারা আত্মশক্তিতে বলীয়ান হয়ে অসাধ্যকে সাধন করা যায়। পৃথিবীতে মানুষকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। জীবন চলার পথে প্রতি পদে রয়েছে নানা বাধা - বিঘ্ন। এসব বাধা - বিঘ্ন অতিক্রম করে মানুষকে এগিয়ে যেতে হয়। মানুষ তার অন্তরের ইচ্ছাশক্তি দ্বারা সকল বাধাকে অতিক্রম করার চেষ্টা করে।
যে মানুষের ইচ্ছাশক্তি প্রবল , সকল বাধা তার কাছে নতিস্বীকার করে। মানবজীবনে বাধা আসবেই , সেজন্য প্রয়ােজন। আত্মশক্তিতে বলীয়ান হওয়া। মানব চরিত্রে একাগ্রতা , ধৈর্য , অধ্যবসায় ও আগ্রহ ইচ্ছাশক্তির দ্বারাই পরিপূর্ণতা লাভ করে। মানবসভ্যতার যে দ্রুত অগ্রগতি ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মূলে কাজ করেছে ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি যত প্রবল হয় জীবনে সাফল্যও তত দ্রুত আসে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে জনগণের প্রবল ও দৃঢ় ইচ্ছাশক্তির কারণে। দেশের আপামর জনগণ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল দেশকে স্বাধীন করার জন্য । সেজন্য তারা অস্ত্র হাতে নিয়েছিল। বাঙালির প্রবল ইচ্ছাশক্তির কাছে সেদিন শত্রুরা মাথা নত করেছিল। এ থেকে বােঝা যায় , ইচ্ছা থাকলে যেকোনাে অসাধ্য কাজ সহজেই করা সম্ভব। পৃথিবীতে আজ জ্ঞান - বিজ্ঞানের যে জয়জয়কার , তার পেছনে মূল চালিকাশক্তি প্রবল ইচ্ছা।