শিশুশ্রম
শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। আজকের শিশু একদিন বড় হয়ে সমাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। সেজন্যে শিশুকে জাতির বৃহত্তর স্বার্থে যােগ্য নাগরিক হয়ে গড়ে ওঠার সুযােগ দিতে হবে। উন্নত বিশ্বে তাই শিশুদের কল্যাণ ও বিকাশের জন্য নানারকম পরিচর্যার ব্যবস্থা রয়েছে। কিন্তু আমাদের দেশে অশিক্ষা ও দারিদ্র্যের কারণে অধিকাংশ শিশুরই উপযুক্ত পরিচর্যা করা হয় না। বরং জীবনের শুরুতে তাদের বের হতে হয় জীবিকার খোজে। নিয়ােজিত হতে হয় ঝুঁকিপূর্ণ শ্রমে।
শিশুশ্রম তাই এদেশে একেবারে সাধারণ ব্যাপার হয়ে গেছে। অথচ শিশুশ্রমে নিয়ােজিত শিশুদের সর্বনাশা ভবিষ্যৎ পরিণামের কথা কেউ ভাবেন না। অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের খুব ছােটবেলা থেকেই উপার্জনের দিকে মনােযােগ দিতে হয়। জীবিকার তাগিদ এমনই যে , ক্ষুধা মেটানাের জন্যে তাদের বের হতে হয় কাজের সন্ধানে। দরিদ্র পরিবারে অধিক ছেলেমেয়ে হওয়ার কারণে অসচ্ছল বাবা - মা তাদের সন্তানদের ঠিকমতাে খাবার - দাবার দিতে পারে না। পিতামাতার আর্থিক দুরবস্থার কারণে শিশুরা অল্প বয়সেই শ্রমদানে বাধ্য হয়। যেকোনাে কাজে সামান্য মজুরিতে নিয়ােজিত হয়ে শিশুরা শ্রম দেয়। হঠাৎ করে শিশুশ্রম বন্ধ বা নিষিদ্ধ করা সম্ভব নয়। এর জন্যে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। শিশুশ্রম নিষিদ্ধ করার আগে দেখা প্রয়ােজন , শিশুরা কেন শ্রম দিতে বাধ্য হয়। এর মূল কারণগুলাে চিহ্নিত করে বাস্তবমুখী কর্মসূচির মাধ্যমে শিশুশ্রম কমিয়ে আনতে হবে। দরিদ্র শিশুদের মৌলিক অধিকার অন্ন , বস্ত্র , শিক্ষা , চিকিৎসা , আশ্রয় নিশ্চিত করে বাংলাদেশে শিশুশ্রম কমিয়ে আনা সম্ভব।