বিজয় দিবস
আমাদের বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর। এটি আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়। ১৬ ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বমানচিত্রে জন্ম নেয় নতুন রাষ্ট্র বাংলাদেশ। তাই ‘ বিজয় দিবস ’ আমাদের আত্মমর্যাদার ও আমাদের সার্বভৌমত্বের প্রতীক। বিজয় দিবস উদ্যাপিত হয় মহাসমারােহে। এদিন সারা দেশ ছেয়ে যায় লাল - সবুজের সাজে। বাড়ির ছাদে , দোকানে , রাস্তার পাশে , গাড়ির সামনে , স্কুল - কলেজে এমনকি রিকশার হ্যান্ডেলেও শােভা পায় লাল - সবুজ রঙের জাতীয় পতাকা।
প্রতিটি শহরে দেখা যায়। উৎসবের আমেজ রাজধানী ঢাকায় বিভিন্ন সাংস্কৃতিক গােষ্ঠী গণমুখী অনুষ্ঠানের আয়ােজন করে। বিজয় দিবস আমাদের জন্যে অত্যন্ত আনন্দের একটি দিন হলেও এর সাথে জড়িয়ে আছে ১৯৭১ সালের মহান শহিদদের স্মৃতি , স্বজন হারানাের আর্তনাদ আর যুদ্ধাহত ও ঘরহারা মানুষের দীর্ঘশ্বাস। দিনটি শুধু আমাদের বিজয়ের দিন নয় , এটি আমাদের চেতনার জাগরণের দিন। আমাদের গৌরবময় আত্মমর্যাদার দিন। তাই এদিনে প্রতিটি বাঙালি নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয় দেশকে গড়তে — বিশ্বসভায় সামনের সারিতে মাথা উঁচু করে দাড়াতে। দেশের প্রতিটি জেলায়ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মর্যাদায় বিজয় দিবস পালিত হয়।