বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখ। অথবা , বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযােগ প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট একখানা দরখাস্ত লেখ।
তারিখ : ২৯.০৯.২০২০
বরাবর
প্রধান শিক্ষক
ময়মনসিংহ জিলা স্কুল
ময়মনসিংহ।
বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।
জনাব ,
বিনীত নিবেদন এই যে , আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বিগত কয়েক বছর ধরে আমি এ বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সঙ্গে অধ্যয়ন করে আসছি এবং গত বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। কিন্তু দুঃখের বিষয়। আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আমাদের সাত সদস্যের পরিবারে আমার পিতাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনভােগী কেরানি। আমার বড় চার ভাইবােন কলেজ - বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। কিন্তু পিতার এই স্বল্প আয়ে সংসার চালানােই যেখানে অত্যন্ত কষ্টকর , সেখানে এতগুলাে ভাইবােনের পড়াশুনার খরচ বহন করা দুঃসাধ্য ব্যাপার।
অতএব , হুজুরের নিকট প্রার্থনা এই যে , উল্লিখিত অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে বিনাবেতনে পড়ার সুযােগ দান করে আমার জীবন গঠনে সহায়তা করার জন্যে বিনীত অনুরােধ জানাচ্ছি।
নিবেদক,
আপনার অনুগত ছাত্র
আবদুর রহিম
নবম শ্রেণি, রােল নং -১