কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তােমার বন্ধুকে একটি পত্র লেখ।
তারিখ : ২১.০৯.২০২০
টাকা
প্রিয় মুকুল,
আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। অনেক দিন পর তােমার একখানা পত্র পেয়ে ভালাে লাগছে। আরাে ভালাে লাগছে এজন্যে যে , এবারের পত্রে তুমি কম্পিউটার শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানতে চেয়েছ। আজ আমি এ সম্পর্কে আমার মতামত তুলে ধরছি। আধুনিক বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ আবিষ্কার কম্পিউটার। মানবকল্যাণে এর অবদান বিস্ময়কর। এর দ্রুত উন্নয়ন , সীমাহীন উপযােগিতা , এর সমস্যা সমাধানের ব্যাপকতা এবং এ ধরনের বহু গুণ কম্পিউটারকে করে তুলেছে মানুষের বিচিত্র কার্যক্রমের নিত্যসঙ্গী। মানবজীবনের দৈনন্দিন কার্যক্রম থেকে শুরু করে মহাশূন্যের গবেষণায় কম্পিউটারের ব্যবহার এখন অপরিহার্য হয়ে উঠেছে।
জীবন যতই জটিল হচ্ছে , সমস্যা ততই প্রকট হচ্ছে সেখানে সবকিছুই সহজে সমাধান করে দেওয়ার গুরুদায়িত্ব গ্রহণ করেছে কম্পিউটার। এই যন্ত্রটি এখন প্রযুক্তিবিদ্যা , মহাকাশবিজ্ঞান , কৃষি , রসায়ন , চিকিৎসাশাস্ত্র , পদার্থবিজ্ঞান , খেলাধুলা , অনুবাদ করা , পরিকল্পনা তৈরি , প্রকল্প বিশ্লেষণ , বন্যা নিয়ন্ত্রণের উপাত্ত বিশ্লেষণ , শিক্ষা , স্বাস্থ্য , জনসংখ্যা নিয়ন্ত্রণ , বাজেট প্রণয়ন , অর্থনৈতিক , সামাজিক , কারিগরি , শিল্প বাণিজ্য ইত্যাদি সংক্রান্ত নানা কাজে সহায়তা করছে। বাংলাদেশে কম্পিউটার এসেছে বিশ শতকের আশির দশকে নৌ। বর্তমানে এটি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়ে অনেক অফিসে , কলকারখানায় স্থান করে নিয়েছে। মুদ্রণশিল্পে কম্পিউটার অভাবনীয় অবদান রাখছে। বর্তমানে আমাদের দেশে সকল কাজে কম্পিউটার জনপ্রিয় হয়ে উঠেছে। কাজেই কম্পিউটার শিক্ষার গুরুত্ব অনেক বেশি।
আজ আর নয়। তুমি এখন থেকেই কম্পিউটার শিখে নিতে পার। তােমার মঙ্গল কামনা করছি।
ইতি
তােমার
সুহৃদ আলম
[এখানে খাম আঁকতে হবে]