বিলম্বে বেতন প্রদানের জন্য জরিমানা মাফ চেয়ে তােমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক / শিক্ষিকার নিকট একটি দরখাস্ত লেখ।
তারিখ : ২৮.০৯.২০২০
বরাবর
প্রধান শিক্ষিকা।
খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় খুলনা
বিষয় : জরিমানা মওকুফের জন্য আবেদন।
মহােদয়া,
বিনীত নিবেদন এই যে , আমি আপনার প্রতিষ্ঠানের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমার পিতা একজন চাকরিজীবী। চাকরির কারণে তিনি রাজধানী ঢাকায় অবস্থান করেন। তিনি মাসের শেষে বাড়ি আসেন। কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকায় এ মাসে তার আসতে বিলম্ব হয়।
তাই নির্দিষ্ট তারিখে আমার পক্ষে বিদ্যালয়ের মাসিক বেতন পরিশােধ করা সম্ভব হয়নি। গতকাল তিনি বাড়ি এসেছেন বিধায় আজ আমি চলতি মাসের বেতন পরিশােধ করতে চাই।
অতএব , মহােদয়ার কাছে প্রার্থনা এই যে , যথাসময়ে বেতন দিতে না পারার জন্য ধার্যকৃত জরিমানা মওকুফ করে আমাকে বেতন পরিশােধের অনুমতি দানে যেন আপনার মর্জি হয়।
নিবেদিকা
আপনার অনুগত ছাত্রী
সালমা জাহান দশম
শ্রেণি , রােল নং -০৭