ছােট ভাইকে পড়াশুনা সম্পর্কে উপদেশ দিয়ে একখানা পত্র লেখ।
অথবা , পাঠে অধিকতর মনোেযােগী হওয়ার জন্যে ছােট ভাইকে উপদেশ দিয়ে একখানা পত্র লেখ।
তারিখ : ২৪ জুলাই , ২০২০
কদমতলী , চট্টগ্রাম
স্নেহের মারুফ,
এখন আমার স্নেহ এবং ভালােবাসা নিও। আশা করি মহান করুণাময়ের ইচ্ছায় ভালাে আছ। গতকাল মায়ের চিঠি পেয়ে জানতে পারলাম , তুমি প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম হতে পারনি এবং স্কুলের মেধা তালিকায় তােমার স্থান হয়েছে দ্বিতীয়।
এ সংবাদ শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। কারণ তােমাকে নিয়ে আব্বা - আম্মাসহ আমাদের সকলের অনেক আশা। যা হােক , যে সময় আছে তার সদ্ব্যবহার করলে সামনের পরীক্ষায় তুমি নিশ্চয়ই প্রথম হতে পারবে। আমি জানতে পেরেছি যে , তুমি ইংরেজি বিষয়েই বেশি খারাপ করেছ। কিন্তু আব্বা এবং আমাদের পরিবারের সিদ্ধান্ত যে , তুমি একজন ইঞ্জিনিয়ার হবে।
তাই অন্যান্য বিষয়ের সাথে ইংরেজিতে বিশেষ গুরুত্ব দিয়ে তােমার পড়াশুনা করা উচিত। সময়কে কোনােরকম অবহেলা করবে না। বর্তমান বিশ্ব খুবই প্রতিযােগিতার , তাই সামনের পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে থাক। এখন থেকে প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা উচিত। আর একটা কথা , পড়াশুনার পাশাপাশি নিয়মিত নামাজ পড়বে , খেলাধুলা করবে এবং নিয়মিত খবরের কাগজ , সাধারণ জ্ঞান সিরিজ পড়বে। কারণ এতে তােমার জ্ঞানের পরিধি বিস্তৃত হবে ; বিশ্বের ঘটনাপ্রবাহ সম্পর্কে তুমি সচেতন থাকবে।
আর বিশেষ কী। আব্বা - আম্মাকে আমার সালাম দিও। ছােটদের দিও আমার স্নেহ। আমি সবসময় তােমার কল্যাণ কামনা করি। আল্লাহ হাফেজ।
ইতি
তােমার বড় ভাই
তুমায়ূন কবির
[এখানে খাম আঁকতে হব]