বিদ্যালয়ের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখ।
তারিখ : ২ জানুয়ারি , ২০২০
২০৫ , নয়াপল্টন
ঢাকা -১২০১
প্রিয় ফেরদৌস ,
আমার শুভেচ্ছা নিও। অনেক দিন তােমার পত্র নেই। আশা করি ভালাে আছ। আজ তােমাকে বিদ্যালয়ে আমার শেষ দিনের কথা লিখছি। তুমি জান যে , আমি গত দশ বছর ধরে এই বিদ্যালয়ে লেখাপড়া করছি। আজ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। দশ বছর যাবৎ যেখানে আমি উঠাবসা করেছি , আজ সেখান থেকে বিদায় নিতে হবে ভেবে মনটা বিষন্ন হয়ে ওঠে। তবুও যে বিদায় নিতেই হবে। আমাকে আরও বড় হতে হবে। আমার সামনে নতুন ও উজ্জ্বল ভবিষ্যৎ , তাই আমাকে আরও অনেক এগিয়ে যেতে হবে। বিদ্যালয়ের শেষ দিন সম্পর্কে লিখতে গিয়ে আমি বার বার অন্যমনস্ক হয়ে পড়ছি। এ বিদ্যালয়ে আমার প্রথম দিনের কথা বার বার মনে পড়ছে।
শেষদিন আমাদেরকে স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটি বিদায় সংবর্ধনা দেওয়া হয়। আমি কখনও এই দিনটিকে ভুলতে পারব। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নবম শ্রেণির কৃতী ছাত্রী রুমা আমাদের সবাইকে ফুলের মালা পরিয়ে দেয়। সূচনায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকে বক্তব্য রেখে আমাদের প্রতি তাদের প্রত্যাশা ব্যক্ত করল। বিদ্যালয়ের শ্রেষ্ঠ ছাত্র হিসেবে আমাকে যখন বক্তব্য উপস্থাপনের জন্যে বলা হলাে , তখন আমি ভেবেই পাচ্ছিলাম না কীভাবে কথা বলব। শেষ পর্যন্ত বক্তব্যের জন্যে দাড়ালাম। এক সময় আমার বাকরুদ্ধ অবস্থা হয়ে গেল। দু’চোখের জল বাধা মানল না। দীর্ঘ সময় পর অতি কষ্টে উচ্চারণ করলাম। আমাদের জন্যে দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করতে হলাে।
আজ আর নয়। পত্র দিও।
ইতি
তােমার বন্ধু
মামুন।
[ এখানে খাম আঁকতে হবে]