তােমার গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র রচনা কর।
তারিখ : ১০ জুলাই ২০২০
বরাবর
পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর , ঢাকা।
বিষয় : মাদারীপুর জেলার মাদবরের চর গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপনের আবেদন।
মহােদয়,
বিনীত নিবেদন এই যে , আমরা মাদারীপুর জেলার শিবচর থানার অন্তর্গত মাদবরের চর গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামটিতে কোনাে দাতব্য চিকিৎসালয় না থাকায় জনগণ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
মাদবরের চর একটি বর্ধিষ্ণু এবং জনবহুল গ্রাম। এ গ্রামের জনসংখ্যা সাড়ে পাঁচ হাজার। আমাদের গ্রামটি মােট পাঁচটি গ্রামের মধ্যবর্তী স্থানে মনােরম পরিবেশে অবস্থিত। এ গ্রামে একটি সরকারি প্রাইমারি স্কুল , একটি উচ্চ বিদ্যালয় , একটি বেসরকারি কলেজ ও একটি মাদ্রাসা রয়েছে। এছাড়া গ্রামটি ইউনিয়নের সদরে অবস্থিত। এখানে রয়েছে একটি বাজার , ইউনিয়ন কাউ দলে অফিস। সপ্তাহে দু’দিন এখানে হাট বসে এবং প্রতিটি হাটে ধান , চাল , তরিতরকারি মাছ ইত্যাদি প্রচুর বেচাকেনা হয়। এছাড়া প্রতিদিন আশেপাশের গ্রামগুলাে থেকে প্রচুর লােক এখানে বিভিন্ন কার্যোপলক্ষে এসে থাকে। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে , এ গ্রাম অথবা এর আশেপাশের গ্রামগুলােতে কোনাে দাতব্য চিকিৎসালয় নেই।
ফলে এসব রােগী অথবা রােগিনীদের রােগ নিরাময় তে। দূরের কথা , অনেক সময় তা আরও বৃদ্ধি পেয়ে জটিল আকার ধারণ করে , আবার অনেকেই মৃত্যুবরণ করে। এরূপ দুঃখজনক পরিস্থিতি থেকে মুক্তির জন্য এখানে একটি সরকারি দাতব্য চিকিৎসালয় স্থাপন করা অপরিহার্য।
অতএব , এ এলাকা জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্যে অনতিবিলম্বে মাদারীপুর জেলার শিবচর থানার অন্তর্গত মাদবরের চর গ্রামে একটি সরকারি দাতব্য চিকিৎসালয় স্থাপন করার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার কাছে বিনীতভাবে নিবেদন করছি।
বিনীত
আবুল হাসেম
মাদবরের চর , মাদারীপুর।