তােমাদের এলাকায় একটি বিদ্যালয় স্থাপনের প্রয়ােজনীয়তা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নিকট একটি আবেদনপত্র লেখ।
তারিখ : ২৮.০৯.২০২০
বরাবর।
শিক্ষা সচিব
শিক্ষা মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার , ঢাকা।
বিষয় : একটি বিদ্যালয় স্থাপনের জন্য আবেদন।
জনাব ,
নরসিংদী জেলার পাড়াতলী একটি ঐতিহ্যবাহী ও ইতিহাস প্রসিদ্ধ স্থান। এখানে বাংলার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস। কিন্তু শিক্ষাক্ষেত্রে এ এলাকা অনুন্নত। এখানে আশেপাশে আট / দশটি প্রাইমারি স্কুল আছে। এখান থেকে প্রতি বছর ৪০০/৫০০ ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণি পাস করে। এর মধ্যে ৭৫ % ছাত্রই ৫/৬ মাইল দূরে হাই স্কুলে গিয়ে ভর্তি হতে পারে না। কারণ তারা নিম্নমধ্যবিত্ত ঘরের সন্তান। তাই শহরে থেকে পড়াশুনা করা তাদের জন্য কষ্টকর।
অবস্থাসম্পন্ন গৃহস্থের মেয়েরাও পঞ্চম শ্রেণি পাসের পর উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না। কারণ তারা বাড়ি থেকে অত দূরে যেতে পারে না এবং সেখানে থাকার ব্যবস্থাও করতে পারে না। এসব চিন্তা করে আমরা এলাকাবাসী মিলে এখানে একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যালয়ের স্থান এবং ভিত্তি নির্মাণের যাবতীয় কাজ সম্পন্ন করেছি। তাই এ বিদ্যালয়ের যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমােদন পাওয়ার জন্য আমরা আপনার সুদৃষ্টি কামনা করছি।
অতএব , আপনার নিকট আমাদের বিনীত আরজ , আপনি এ বিদ্যালয় প্রতিষ্ঠায় মঞ্জুরিসহ সংশ্লিষ্ট সকল প্রকার সহযােগিতা দান করে বাধিত করবেন।
নিবেদক
এলাকাবাসীর পক্ষে
আবুল হােসেন
মােবারক হােসেন
পাড়াতলী , নরসিংদী।