পুষ্প আপনার জন্য ফোটে না। ভাবসম্প্রসারণ
মূলভাব :
মহৎ ব্যক্তিরা পরের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। কেননা , পরের কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই জীবনের চরম সার্থকতা নিহিত। ফুল যেমন তার সৌরভ ও সৌন্দর্য বিলিয়ে দেয় তেমনি পৃথিবীর মহান ব্যক্তিরা সকলের মঙ্গলের জন্য তাদের জীবন বিলিয়ে দেন।
সম্প্রসারিত ভাব :
ফুল সবাই ভালােবাসে। ফুলের সৌন্দর্য তার বাহারি রূপ ও সুবাস সকল সৌন্দর্য পিপাসু মানবহৃদয়কে আকৃষ্ট করে। ফুলপ্রেমিকেরা ফুল দিয়ে ঘরের শােভা বৃদ্ধি করেন , প্রিয়জনকে উপহার দেন। ভ্রমর ফুল থেকে মধু আহরণ করে। যে ফুল সকালে ফোটে সে ফুল সারাদিন তার সৌন্দর্য ও সৌরভ চারিদিকে ছড়িয়ে দিনান্তে নিঃশেষ হয়ে যায়। নিজের জন্য সে কিছুই অবশিষ্ট রাখে না। এ পৃথিবীতে ফুলের মতাে রয়েছে অসংখ্য মহান ব্যক্তি । যারা পরের জন্য , দেশের জন্য , জাতির জন্য তাদের জীবন , যৌবন , অর্থসম্পদ সবকিছু বিলিয়ে দেন।
ফুল যেমন তার সর্বস্ব পরের জন্য বিলিয়ে দিয়ে আনন্দ পায় তেমনি মহৎ ব্যক্তিরা অপরের কল্যাণে নিজেদের বিলিয়ে দিয়ে আনন্দ লাভ করেন। তারা মনে করেন আসলে পরের জন্য নিজের জীবন উৎসর্গ করার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ শান্তি। এসব ব্যক্তি তার নিজের জন্য , নিজের সুখ - শান্তির জন্য , নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য ভাবেন না। বরং কীভাবে অপরের মঙ্গল করা যায় , অপরের কল্যাণ করা যায়- এ চিন্তা ও কাজেই নিজেকে নিয়ােজিত রাখেন। অপরের দুঃখ - কষ্ট , অপরের অকল্যাণ তঁাদের মনকে ব্যথিত করে। মানুষের কল্যাণ ও মঙ্গল করাই মহৎ ব্যক্তিদের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। তাদের কাজের মধ্য দিয়েই পৃথিবীতে চিরদিন সকলের শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকেন। তারা সকলের জন্য অনুসরণীয় আদর্শ। যুগে যুগে এসব মহান ব্যক্তিদের আগমনে পৃথিবীর মানুষ ধন্য হয় আর সমগ্র পৃথিবীও এসব মহাত্মাদের আদর্শে বিস্ময়ে হতবাক।
মন্তব্য :
ফুলের জীবনের কাছে মানুষের অনেক কিছু শেখার আছে। মহান ব্যক্তিদের জীবন ফুলের আদর্শে উজ্জীবিত। মানুষ কখনও তাদের ভুলতে পারে না। ফুলের সৌরভের মতােই তারা মানুষের মনের মণিকোঠায় জীবন্ত হয়ে ফুটে থাকেন।